সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র তারিকুলের লড়াই জমে উঠেছে

দিনাজপুর-৪

রতন সিং, দিনাজপুর
২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
সাবেক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র তারিকুলের লড়াই জমে উঠেছে

দিনাজপুর-৪ আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে লড়ছেন স্বতন্ত্র তারিকুল ইসলাম তারিক। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার। হাটে, বাজারে, হোটেলে চায়ের কাপের প্রধান আলোচনা- আগামীতে কে হবেন সংসদ সদস্য। সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলছে প্রার্থীদের ভোটারের কাছে ভোট প্রার্থনা। করছেন কুশলবিনিময়, পথসভা, গণসংযোগ। দিচ্ছেন প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন, চারজন প্রার্থী মূলত এ আসনে লড়াই হবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নৌকাপ্রার্থী মাহমুদ আলীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলামের। প্রার্থীরা বলছেন, নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। ভাবকী ইউনিয়নের ভোটার পান দোকানদার শরীফ মোল্লা বলেন, যারা এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দেব। চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট এলাকার ভবেশ সাহা জানান, যে প্রার্থী জনগণের সঙ্গে সব সময় সম্পর্ক রেখেছেন তাকেই ভোট দেব।

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক। তিনি আমোদের সময়কে বলেন, ট্রাক মার্কার কর্মীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তবে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হলে পরীক্ষিত আওয়ামী লীগ কর্মী হিসেবে ভোটারদের রায় আমার পক্ষেই যাবে।

অন্যদিকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলী এবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনি তিনবারের সংসদ সদস্য। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোনো গ্রহণযোগ্যতা নেই। ব্যাপক উন্নয়নের কারণেই জনগণ আমাকে ভোট দেবে। গত ৫০ বছরে যা হয়নি আমি গত কয়েক বছরে ব্রিজ, কালভার্ট, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করেছি।

দিনাজপুর-৪ আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র, জাতীয় পার্টিসহ চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮২২ জন।