আদাবরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু
রাজধানীর আদাবরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারে ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর হতে পারে। তার পরনে ছিল খয়রি সাদা প্রিন্টের শাড়ি ও প্রিন্টের ব্লাউজ। আজ বুধবার রাত সাতটার দিকে আদাবর থানার অদূরে উত্তর পাশে শ্যামলী রোডে এ ঘটনাটি ঘটে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্যামলী ঢাকা সেন্ট্রাল হাসপাতাল। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মাহাবুবুল আলম ও এক শিক্ষার্থী প্রান্ত হাসান বলেন, ‘আদাবর থানার ১০০ গজ উত্তর পাশে শ্যামলী রোডে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি হাইব্রিড প্রাইভেটকার ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বৃদ্ধা নারি রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পথচারীরা আরও বলেন, ‘তার কাছে একটি ব্যাগের মধ্যে কিছু কাঁচা বাজার টমেটো, কপি ছিল।’
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আদাবর থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেনের সঙ্গে রাতে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক নারী আহত হয়েছিলেন। পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন। আমি ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’