গাজীপুরে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন

গাজীপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ২১:৫০
শেয়ার :
গাজীপুরে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন

গাজীপুরে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন। | সংগৃহীত

গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলীর নির্বাচনী ক্যাম্পের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর বেড়াবাড়ি বাজারে ঘটনাটি ঘটে।

নির্বাচনী ক্যাম্পে আগুনের খবরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোসিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আহসান জানান, শ্রীপুর উপজেলার নারায়ণপুর বেড়াবাড়ি এলাকায় আওয়াী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়েছিল। সেখান থেকে নারায়ানপুর ও বেড়াবাড়ি এলাকার আশপাশে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো হত। ওই নির্বাচনী ক্যাম্পের পাশের দোকানে ঘুমিয়ে ছিল রুবেল নামে দোকানি। গতকাল রাতে রুবেল প্লাস্টিক পোড়ার গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠে। দোকানের সাটার খুলে নির্বাচনী ক্যাম্পে আগুন জ্বলতে দেখে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে চার-পাঁচটি চেয়ার ও দুটি টেবিল পুড়ে যায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, ‘আগুন লাগার খবরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইন ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, ‘নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শ্রীপুর থানা পুলিশকে ঘটনা খতিয়ে দেখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ আসনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ স্বতন্ত্র হিসেবে ট্রাক প্রতিকে লড়ছেন।