রাজধানীতে পারলারের কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮
শেয়ার :
রাজধানীতে পারলারের কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

উইমেন্স ওয়ার্ল্ড। | সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ পারলারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা পেয়েছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। আজ বুধবার ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য জানান।

ওসি বলেন, ‘গতকাল উইমেন্স ওয়ার্ল্ড পারলারের ধানমন্ডি শাখায় যান এক নারী। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। পরে মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে আটটি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে পুলিশ। শাখার তিন জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।’

পারভেজ বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না। এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাদের আসামি করে মামলা করবে পুলিশ। পরে আটক তিন জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’