নৌকার প্রার্থীর দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২৩, ১৫:১১
শেয়ার :
নৌকার প্রার্থীর দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা

নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মোরশেদ আলমের পথসভা মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সংসদ সদস্য মোরশেদ আলমের অনুসারী আনোয়ার হোসেন ওরফে বাহার বাদী হয়ে সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন। বাহার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। 

গত সোমবার বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে সংসদ সদস্য মোরশেদ আলমের পথসভা মঞ্চের দিকে জুতা নিয়ে তেড়ে যান মো. আলাউদ্দিন। অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আলাউদ্দিনকে আওয়ামী লীগের কর্মীরা ধরে পিটুনি দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।