প্রধানমন্ত্রীর উদ্দেশে যা বললেন সেলিমা রহমান
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ মানে আপনার সুবিধাভোগী কিছু লোকজন আছে, তারা সুবিধা ভোগ করবে। আর সাধারণ মানুষ অ্যানালগের মধ্যে ধুকে ধুকে মরবে-যা এখন হচ্ছে। আওয়ামী লীগের এই ইশতেহার আমরা প্রত্যাখ্যান করছি।’
আগামী ৭ জানুয়ারি ভোটবর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন- কেন্দ্রীয় নেতা তাহসিনা রুশদীর লুনা, শিরীন সুলতানা, অপর্ণা রায়, রেহেনা আক্তার রানু, আশিফা আশরাফি পাপিয়া, নিলোফার চৌধুরী মনি, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
সেলিমা রহমান বলেন, এই সরকার শুধুমাত্র ব্যাংক থেকেই ৯২ হাজার কোটি টাকা লুটপাট করেছে। একজন প্রার্থীর বক্তব্য প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তারা বলে তারা নাকি ভারতের প্রার্থী। আমাদের প্রশ্ন অন্য দেশের নির্বাচনে ভারত কী করে প্রার্থী দেয়?’
দ্বিতীয় দফায় আজও লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।এদিন শান্তিনগর বাজারে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক নেতা নজরুল ইসলাম, আসাদ মুরাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ও ফজলুল হক মুসলিম হল প্রাঙ্গণে, বঙ্গবাজার সরকারি কর্মচারী হাসপাতাল এবং চানখারপুল এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে।
রাজধানীর পুরানা পল্টন এলাকা এবং আশেপাশে যুবদল গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। এতে অংশ নেন- যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ কেন্দ্রীয় নেতা কেএমএস মোসাব্বির সাফি, হাবিবুর রহমান হাবিব, মোরশেদ আলম, ছাত্রদলের সাবেক নেতা সাইদুর রহমান রয়েল, আব্দুল মালেক প্রমুখ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
রাজধানীর উত্তরায় বিভিন্ন স্পটে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন। এ সময় তার সঙ্গে ছিলেন- স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রফিকুল ইসলাম, এমজি মাসুম রাসেল, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, যুগ্ম সম্পাদক কাজী মোখতার হোসেন, সারোয়ার ভূঁইয়া রুবেল, কেন্দ্রীয় নেতা মাহবুব ফরাজী, ইকবাল চাকলাদার, জাকিরুল ইসলাম জাকির, আকতারুজ্জামান রনি, ইব্রাহিম ভূঁইয়া সাগর, আমজাদ হোসেন শাহাদাত, আব্দুল আলীম মিঠু প্রমুখ।
ছাত্রদল সহসভাপতি তানজিল হাসান রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন- ছাত্রদলের যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, কেন্দ্রীয় নেতা আনিছুর রহমান খান, মহানগর দক্ষিণের রাজু আহমেদ প্রমুখ।
এ ছাড়া রূপনগর থানা মহিলা দলের আহবায়ক আফরোজা বেগম শিল্পী ও সদস্যসচিব শিল্পী আক্তার রূপনগর অরিফাবাদ ফাইজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।