‘আমি প্রতারণার শিকার হয়েছি’

বিনোদন প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২
শেয়ার :
‘আমি প্রতারণার শিকার হয়েছি’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি। এটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। প্রযোজনায় আছে অন্তর শোবিজ। আর চলতি মাসেই শুরু হচ্ছে এর শুটিং। তবে শুটিং শুরুর আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

কথা রটেছে, এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে চিত্রনায়ক বাপ্পি চৌধুরীকে! শর্তভঙ্গের কারণে চুক্তির তিনদিন পরই বিগ বাজেটের এই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে এই চিত্রনায়কের দাবি, তিনি নিজেই সরে গেছেন।

অবশেষে বাধ্য হয়েই বিষয়টি নিয়ে কথা বলেছেন বাপ্পি। জানান, তার সঙ্গে রীতিমত প্রতারণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ফেসবুকে লাইভে এসে তিনি বলেন, ‘আমাকে তারা যেমনটি বলেছে, তা বিশ্বাস করেই চুক্তিবদ্ধ হয়েছিলাম। ছবিতে চারটি চরিত্রের কথা বলা হয়েছে। এর মধ্যে একটি চরিত্র আমি করব। আর চারটি চরিত্র বলা যায় প্রায় একই। পরে যখন স্ক্রিপ্ট পাই তখন মনে হয় চারটি চরিত্র এক নয়। আমার মনে হয়েছে, চরিত্রটি আমার ভক্ত-দর্শকরা ভালো ভাবে মেনে নিতে পারবে না। শুধুমাত্র টাকার জন্য কাজ করে আমি আমার ভক্ত-দর্শকদের হতাশ করতে চাই না। তাদের জন্যই কাজটি থেকে সরে এসেছি।’

তিনি আরও বলেন, ‘তাদের কথায় চুক্তিবদ্ধ হয়ে মনে হয়েছে, আমি প্রতারণার শিকার হয়েছি। তখন তাদের (প্রযোজক ও পরিচারক) এও বলেছি, এমনটা কেন হলো? তারা আমাকে বলেছিল, “তোমার যেটা পছন্দ (চরিত্র) সেটা করতে পারো।” এরপর আমি একটা চরিত্র পছন্দ করলাম। তারা জানালো, এটা অন্য একজন করবে। আমার কাছে মনে হয়ে কিছু একটা গরমিল আছে। তারপরও আমি কিন্তু কাজটি করতে পারতাম। কিন্তু ভক্ত-দর্শকদের কথা ভেবে কাজটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সেসময় উপস্থিত সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে, কাজটি থেকে সরে আসি। আর গত তিন-চারদিন আগে তাদের সাইনিং মানিও ফেরত দিয়ে দিয়েছি। ফেরত দেওয়ার সময়ও তারা আমাকে জানান, কাজটি করার জন্য। প্রয়োজনে যেখানে সমস্যা আছে- তা কিছু পরিবর্তন করা হবে।’

‘অপারেশন জ্যাকপট’ না করার পেছনে আরও একটি কারণ তুলে ধরে বাপ্পি বলেন, ‘আমার মনে যে কাজটি ধরে না, সেটি আমি করি না- এটা সবাই জানে। বিষয়টি প্রযোজককেও জানানো হয়। তখন তারাই জানান, ঠিক আছে মন না চাইলে কাজটি করার দরকার নেই। কথা কিন্তু শেষ।’

শর্তভঙ্গের কারণে বাদ- এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। কিন্তু একদিন পরই গণমাধ্যমে দেখলাম, আমাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে- এমন নিউজ! তাও আবার শর্ত না মানার কারণে। শর্ত তো আমি তাদের দিয়েছিলাম। তাহলে এমন নিউজ আসার কারণ কী? যারা নিউজ করছেন তারা এভাবে ইয়োলো জার্নালিজম করবেন না। নিউজ করলে দুই পক্ষের সঙ্গে আলাপ করে করুন। কোনো এক পক্ষের সঙ্গে নয়।’

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় অপারেশন জ্যাকপট নামের এক অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল। সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিল মুক্তিযোদ্ধারা। সেই ঘটনা নিয়ে বিশাল বাজেটে সিনেমাটি নির্মাণ করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দেশের আটজন নায়ক।