ইয়াবাসহ শ্বশুরবাড়ি থেকে জামাই আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১ হাজার ১৫০টি ইয়াবাসহ মো. আরিফ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। গতকাল সোমবার রাতে পৌরসভার দুর্গাপুর এলাকার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আরিফ হাসানকে আটক করে বলে আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মো. আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের মো. জজ মিয়ার ছেলে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানে দুর্গাপুর এলাকায় শ্বশুর আনোয়ারুল হক শামসুর বাড়ি থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয় মো. আরিফ হাসানকে। আসামির বিরুদ্ধেও ইতিপূর্বে সাতটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’