রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪
শেয়ার :
রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় যুবক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যানের চাপায় ইয়াসিন বুলেট (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ীর কাজলায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রশিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘আজ সকালে ঢাকা চট্টগ্রাম সড়কের কাজলা জামে মসজিদের পূর্ব পাশে সিটি করপোরেশনের কাজ করার সময়ে পিকআপের ভ্যানের চাপায় ঘটনাস্থলে মারা যান ইয়াসিন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।’

ইয়াসিনের বন্ধুর বাবা আব্দুল আলিম জানান, ইয়াসিন তারাবো রোডের পরিবহন শ্রমিক ছিল। তিনি বরিশাল জেলার বিমানবন্দর উপজেলার বিল্লুবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে কদমতলীর ধনিয়া শাহি মসজিদের গলির একটি বাসায় ভাড়া থাকতেন।