বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আ. লীগের বৈঠক

অনলাইন ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৪:২৯
শেয়ার :
বিকেলে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে আ. লীগের বৈঠক

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বিকেলে বৈঠককে বসবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল ৪টায় ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আজকে আমার রংপুর যাওয়ার কথা ছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধির সঙ্গে বিকেলে এই কার্যালয়ে বৈঠক হবে। এজন্য আমি রংপুর যাইনি।