নৌকায় ভোট দিয়ে উত্তরবঙ্গ ‘মঙ্গা’ মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচন। একেবারে সকালে উঠে যারা ভোটার তাদেরকে নিয়ে সবাই ভোট কেন্দ্রে যাবেন। আর এই নৌকা মার্কা; নূহ নবীর নৌকা মার্কা। সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল। এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনরা স্বাধীনতা পেয়েছেন। এই নৌকায় ভোট দিয়ে আজ উত্তরবঙ্গ ‘মঙ্গা’ মুক্ত হয়েছে। এখন আর মঙ্গা পিরীত নেই। মঙ্গা থেকে মুক্তি পেয়ে এখন উন্নয়নের সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবনমান উন্নত করেছে।’
আজ মঙ্গলবার তারাগঞ্জ ওয়াকফস্টেট সরকারি কলেজ মাঠের আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক সঙ্গে চলবে। প্রত্যেকেরই যাতে উন্নয়ন হয় আমরা সে ব্যবস্থাই করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কাজেই আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন। যাতে আপনাদের প্রত্যেকের জীবনমান উন্নত, সমৃদ্ধ করে দিতে পারি।’
পরে তিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি বলেন, ‘সে আমার ছেলেরই বয়সী হবে, তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
এ সময় আগামী নির্বাচনে নৌকায় ভোট প্রত্যাশা করে ওয়াদা চাইলে উপস্থিত জনতা তাকে দুই হাত তুলে সমস্বরে সাড়া দেন।
এরপর আবার আসিব ফিরে ধান সিড়িটির তীরে এই তারাগঞ্জ বদরগঞ্জে বলে প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করেন।
এর আগে আওয়ামী লীগ সভাপতি বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর থেকে সড়ক পথে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের জনসভায় যোগ দিতে রংপুরের তারাগঞ্জে আসেন।