সাংবাদিকদের ওপর খেপলেন ফারিয়া

বিনোদন প্রতিবেদক
২৬ ডিসেম্বর ২০২৩, ১২:৩৫
শেয়ার :
সাংবাদিকদের ওপর খেপলেন ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জমানো টাকা খরচ করে চলছেন। কারণ হিসেবে এই অভিনেত্রী তুলে ধরেছেন, বর্তমান সময়ে তার কাজের সংখ্যা অনেকটা কম। ফলে আয়ও কমে গেছে এখন।

ফারিয়ার সেই সাক্ষাৎকারটি দেশের বিভিন্ন গণমাধ্যম ঢালাও ভাবে প্রচার করে। যা মনে ধরেনি এই অভিনেত্রীর। আর সে কারণে সাংবাদকর্মীদের ওপর খেপলেন তিনি।

গতকাল সোমবার রাতে ফারিয়া এক ফেসবুকবার্তায় লিখেছেন, ‘কিছু কিছু সংবাদ শিরোনাম দেখলে চোখে পানি চলে আসে! কিন্তু আজকে একটু অন্যরকম ফিল হলো, মনে হইল, খুব তাড়াতাড়ি ভিক্ষা শুরু করব! কিছু বলার নাই।’

ফারিয়ার এমন স্ট্যাটাস মজার ছলেই নিয়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মন্তব্যর ঘরে, ‘ভিক্ষা’ করার স্থানও খুঁজছে তারা! আবার কেউ কেউ এসব আলোচনা-সমালোচনা বাদ দিয়ে, এগিয়ে যাওয়ার আহ্বানও করছেন এই অভিনেত্রীকে।

এদিকে, কয়েক দিন আগে মুক্তি পেয়েছে শবনম ফারিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’। যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিরিজটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে।