প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার জজ আদালতে আ. লীগের শাম্মী
প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবারও আবেদন করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে তিনি এ আবেদন করেন।তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ওই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বরিশাল-৪ আসনের শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হকের প্রার্থিতা বাতিল করে সংস্থাটি। পরে তারা হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ১৮ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগের দুই প্রার্থীর রিট খারিজ করে দেন হাইকোর্টে। এর ফলে হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তাদের পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে সে আদেশে বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আবেদন করেন শাম্মী আহমেদ। কিন্তু চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ বহাল রাখেন।