পুতিন বিরোধী ‘নিখোঁজ’ নাভালনির সন্ধান মিলেছে
রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির সন্ধান মিলেছে। সাইবেরিয়ার একটি কারাগারে (পেনাল কলোনি) তাকে আটক রাখা হয়েছে। গতকাল সোমবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা অ্যালেক্সি নাভালনির সন্ধান পেয়েছি। তাকে উত্তর রাশিয়ার (সাইবেরিয়া) আইকে–৩ পেনাল কলোনিতে রাখা হয়েছে। আইনজীবী নাভালনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি (নাভালনি) ভালো আছেন।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাভালনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের কড়া প্রতিদ্বন্দ্বী ধরা হয় তাকে। ২০২১ সাল থেকে কারাগারে বন্দী রয়েছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
চলতি মাসের শুরুর দিক থেকে নাভালনির হদিশ পাওয়া যাচ্ছিল না। অভিযোগ ওঠে, রুশ কর্তৃপক্ষ গোপনে নাভালনিকে অজ্ঞাত জায়গায় সরিয়ে নিয়েছে। নাভালনিকে সর্বশেষ আইকে-৬ পেনাল কলোনিতে রাখা হয়েছিল।
রাশিয়ার পেনাল কলোনিগুলো বন্দীদের কঠিন জীবনযাত্রা ও বর্বরতার জন্য পরিচিত। বন্দীদের পৃথক সেলের বদলে ব্যারাকে রাখা হয়। তাদের দিয়ে জোর করে দৈনন্দিন কাজ করানো হয়। কড়া নিরাপত্তার মধ্যে রাখা হলেও তাদের চলাফেরা করার সুযোগ বেশ সীমিত।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে নাভালনিকে গত আগস্টে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্যান্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেছেন। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী বছরের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হলে পুতিনের জন্য আগামী ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ আরও পরিষ্কার হয়ে যাবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস