ট্রলের শিকার দিশা

বিনোদন সময় ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ট্রলের শিকার দিশা

অনেক দিন বড়পর্দায় দেখা মেলেনি দিশা পাটানির। হাতেও তেমন বড় কোনো কাজ নেই। এরপরও আলোচনায় আছেন নানাভাবে। সেই আলোচনা যতটা না অভিনয়ের জন্য, তার চেয়ে বেশি প্রেম ও ফ্যাশন সচেতনতা নিয়ে। যদিও বেশিরভাগ সময় আলোচনার মোড় ঘুরে তা ট্রলে পরিণত হয়। এ নিয়ে অবশ্য খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি দিশাকে। যেজন্য আরও একবার এ বলিউড তারকাকে নিন্দা কুড়াতে হলো নেটিজেনদের কাছ থেকে। গত কয়েক দিন ধরে অভিনেত্রী মৌনী রায়ের সঙ্গে থাইল্যান্ড চষে বেড়াচ্ছেন ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড’ তারকা। সেই ছবি আর ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। যেখানে দেখা গেছে- কখনো সুইমস্যুট পরে পুলে, আবার কখনো বিকিনি পরে সমুদ্রসৈকতে ছুটে বেড়াচ্ছেন দুই অভিনেত্রী। এর আগেও খোলামেলা পোশাক নিয়ে বহুবার নিন্দিত হয়েছেন দিশা। কিন্তু কখনোই বিষয়টি সেভাবে পাত্তা দেননি। তাই থাইল্যান্ড সফরে গিয়েও খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন তিনি।

তবে পোশাক নয়, এবার নেটিজেনদের চোখে বিষয়টি অন্যভাবে ধরা দিয়েছে। তা হলো- মৌনীর সঙ্গে একটু অতিমাত্রার ঘনিষ্ঠতা। এ দুই অভিনেত্রীর বন্ধুত্ব অনেক দিনের, এটি অনেকেই জানেন। কিন্তু এতটা অন্তরঙ্গ অবস্থায় কখনো কোনো ছবির ফ্রেমে ধরা দেননি তারা। সে কারণে নানা প্রশ্ন তৈরি হয়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের মনে; যা নিয়ে ট্রলও শুরু করে দিয়েছেন তারা।