বিয়ে-বিচ্ছেদে আলোচিত তারা
দরজায় কড়া নাড়ছে ২০২৪। তার আগে সবাই ব্যস্ত বিদায়ী বছরের হিসাব-নিকাষ নিয়ে। কাজের বাইরে ব্যক্তিগত বিভিন্ন ঘটনা দিয়ে চলতি বছর শোবিজের অনেক তারকাই উঠে আসেন খবরের শিরোনামে। এর মধ্যে কেউ কেউ আবার বিয়ে-বিচ্ছেদ নিয়ে আলোচনায় ছিলেন। তাদের নিয়েই এ আয়োজন। লিখেছেন- জাহিদ ভূঁইয়া
জিয়াউল রোশান
ভালোবেসে তিন বছর আগে গোপনে বিয়ে করেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তখন কেবল তার বন্ধুরাই সেই খবর জানত। দুই পরিবারের অমতে বিয়ে করায় বিষয়টি সবাইকে জানাতেও চাননি। অবশেষে দুই পরিবারের সবার সম্মতি পেয়ে চলতি বছরের ৬ মে বিয়ের খবরটি প্রকাশ্যে আনেন রোশান। তার স্ত্রী তাহসিনা এশা রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকাই সিনেমায় রোশানের অভিষেক জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমার মাধ্যমে। এর পর ‘বেপরোয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ
বছরের ঈদে রোশান অভিনীত দুটি সিনেমা ‘পাপ’ ও ‘জ্বীন’ মুক্তি পেয়েছে।
রাজ-পরীমণি
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঢালিউড তারকা পরীমণি সিনেমার বাইরের কর্মকা-ে যতটা আলোচিত, তেমনটা অন্য কারও ক্ষেত্রে দেখা যায়নি। প্রেম, সম্পর্ক আর মামলাকা-ে সমসাময়িক অন্য অনেকের চেয়ে তিনি এগিয়ে ছিলেন। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর চিত্রনায়ক শরিফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠান ঢাকাই সিনেমার আলোচিত এ নায়িকা। ২০২১ সালে গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে দুজনের পরিচয় ও প্রেম হয়। পরের বছরের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পরদিন জমকালো আয়োজনে রাজ-পরী বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। ওই বছরের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য; কিন্তু নিজেদের মধ্যে বনিবনা না হওয়ায় রাজকে ডিভোর্স লেটার পাঠান পরী। ইতিপূর্বে বেশ কয়েক দফায় তাদের বিচ্ছেদের খবর আসে।
তাসনিয়া ফারিণ
দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ১৪ আগস্ট স্বামীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে খবরটি জানান তিনি। পোস্টে লেখেন- ‘আমি তোমার মাঝেই ভালোবাসা খুঁজে পেয়েছি। দিনে দিনে একে অপরের আশ্রয়ে পরিণত হয়েছি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে, কলেজে পড়াকালে আমরা প্রেমে পড়েছি। তুমি আমার জীবনে ছায়ার মতো থেকেছিলে, আমাকে অনুপ্রাণিত করেছ, সমর্থন জুগিয়েছ।’ ফারিণের স্বামীর নাম শেখ রেজওয়ান, দেশের বাইরে থাকেন। ১১ আগস্ট ঘরোয়া আয়োজনে আক্?দ সারেন তারা। কৈশোরে একে অপরের সঙ্গে প্রণয়ে জড়ান, তারুণ্যে এসে চার হাত এক হলো। লাল জামদানি শাড়ি, চুড়ি আর টিকলিতে বিয়ের সাজে দেখা যায় ফারিণকে।
সালমান মুক্তাদির
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
চলতি বছরের ৩০ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে বিয়ের ঘোষণা দেন আলোচিত-সমালোচিত ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির। পোস্টে লেখেন- ‘আমার প্রিয় স্ত্রী, আমার বাকি জীবনের সঙ্গী।’ সালমান ওই সময় অবশ্য স্ত্রীর নাম কিংবা পরিচয় প্রকাশ করেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, সালমানের স্ত্রীর নাম দিশা ইসলাম। তিনি দুই সন্তানের জননী। ২০১২ সাল থেকে ইউটিউবে ভিডিও নির্মাণ করেন সালমান, দেশের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে। বেশ কয়েকটি নাটক ও মিউজিক ভিডিওতে হাজির
হয়েছেন তিনি।
চাষী আলম
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘হাবু ভাই’ চরিত্রেই দর্শকের কাছে পরিচিত তিনি। তবে তার আসল নাম চাষী আলম। চলতি বছরের ২৫ আগস্ট গুলশানের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের পিঁড়িতে বসেন এ অভিনেতা। কনের নাম তুলতুল ইসলাম। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন। আড্ডা, হইচই আর রাত করে বাসায় ফেরার অভ্যাস রয়েছে চাষীর। বিয়ের পরও সেটা পরিবর্তন হয়নি জানিয়ে তিনি বলেন, ‘বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই। আমার বউয়েরও চাওয়া ছিল- আগে যেমন ছিলাম, তেমনি যেন থাকি। সেও মনে করে হইহুল্লোড়, আড্ডা- এগুলো জীবনে বেঁচে থাকার অংশ।’
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা