মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭
শেয়ার :
মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া

গত বছর কন্যাসন্তানের বাবা-মা হন তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে এতদিন নিজেদের মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি তারা। বিমানবন্দর কিংবা কোথাও যাওয়ার সময়ও মেয়ের মুখ সবসময় ঢেকে রেখেছেন তারা। ১ বছর ৬ মাস পর এবার বড়দিনে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে ভক্তদের সামনে দাঁড়ালেন এই তারকা দম্পতি।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মেয়ে রাহাকে কোলে নিয়ে পাপারাৎজিদের সামনে এসে ক্যামেরায় পোজ দিচ্ছেন রণবীর। পাশেই দাঁড়িয়ে মা আলিয়া।

কাপুর পরিবারে বড়দিনে বরাবরই জমকালো আয়োজন করা হয়। থাকে লাঞ্চ পার্টি। গোটা পরিবার এদিন একত্র হন এই অনুষ্ঠানে। এমন দারুণ দিনেই অবেশেষে নিজেদের মেয়ে রাহাকে সামনে নিয়ে এলেন রণবীর-আলিয়া। নীল চোখের মণির রাহাকে দেখে পাপারাৎজিরা ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে থাকে। রণবীর ও আলিয়া রাহাকে কোল থেকে নামালেও সেই মুহূর্তে কিছুতেই কোলছাড়া হতে চায় না সে। রণবীরের কোলে উঠে পড়ে আবারও।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ নভেম্বর কন্যাসন্তানের বাবা-মা হন রণবীর ও আলিয়া। মাঝেমধ্যে মেয়ের ছবি পোস্ট করলেও কখনোই তাকে স্পষ্ট দেখা যায়নি। এবার ক্রিসমাসে প্রথমবার সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন রাহাকে। আর মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ছবি।