আসিফ আকবরের ‘জানতে চাই’

বিনোদন প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৩, ১৬:১৫
শেয়ার :
আসিফ আকবরের ‘জানতে চাই’

দেশের গানে কণ্ঠ দিয়ে ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছেন আসিফ আকবর। তারই ধারাবাহিকতায় আবারও গানে কণ্ঠ দিলেন এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘জানতে চাই’। আকতার হোসেনের কথায় এর সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘নতুন প্রজন্মকে বলতে চাই, কেন আজ ঘুমিয়ে আছো, জেগে ওঠো। লাখো শহীদের আত্মায় আজ শান্তি নাই। স্বাধীন করেছিল দেশ, বলেছিল স্বাধীনতা চাই। কেন আজ দেশে স্বাধীনতা নাই, সবার কাছে জানতে চাই।’


তিনি আরও বলেন, ‘প্রিয় সুমন কল্যাণ, বাংলাদেশের একজন গুণী মিউজিশিয়ান। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের হলেও একসঙ্গে কাজ করা হয়নি দুঃখজনকভাবে। সুমন কল্যাণ দাদার সুর ও সংগীতে আজ গাইলাম একটি দেশের গান। অনেকদিন পর দেশের গানটি গেয়ে মনে খুব প্রশান্তি পেয়েছি। কৃতজ্ঞতা ভাই আমার।’

সবশেষ আসিফ বলেন, ‘গানটি গাওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে স্নেহের ইয়ামিন ইলান, ভিডিও তৈরি করবে ইলানের প্রযোজনা প্রতিষ্ঠান ই-মিউজিক। সুদূর ফ্রান্সে প্রবাসে থাকা একজন আকতার হোসেনের গীতিকবিতায় দেশপ্রেমের আর্তি সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আক্তার হোসেন ভাইকে ধন্যবাদ চমৎকার লেখনীর জন্য। দেশটা সবার, কারো নয় একার। ভালোবাসা অবিরাম।’