আসছে ‘সঞ্জীবনামা’, প্রচ্ছদে মেয়ে
নন্দিত কণ্ঠশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর ৫৯তম জন্মদিন আজ সোমবার। এ উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটির সঞ্জীব চত্বরে সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রয়াত এই শিল্পীর স্মরণে বিকেল ৪ টায় শুরু হবে ‘সঞ্জীব উৎসব ২০২৩’।
আর এদিন দলছুট ব্যান্ডের এই গায়ককে নিয়ে নতুন বই প্রকাশের ঘোষণা দিলেন সংগীতশিল্পী জয় শাহরিয়ার। ‘সঞ্জীবনামা’ শিরোনামের এই বইটির প্রচ্ছদ করেছেন শিল্পীর মেয়ে কিংবদন্তি চৌধুরী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বইটির লেখক সংগীতশিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘এই খবরটা জানানোর জন্য আজ সবচেয়ে সুন্দর দিন। দাদার জন্মদিনে সব সঞ্জীব ভক্তদের জানাচ্ছি, আসন্ন একুশে বইমেলায় প্রকাশ পেতে যাচ্ছে আমার সংকলন ও সম্পাদনায় ক্ষণজন্মা শিল্পী-সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিকথনমূলক জীবনীগ্রন্থ। আজব প্রকাশ থেকে প্রকাশিতব্য এই বইয়ের প্রচ্ছদ করেছে সঞ্জীব চৌধুরী তনয়া কিংবদন্তি চৌধুরী।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, আজ অনুষ্ঠিত ‘সঞ্জীব উৎসব ২০২৩’র মঞ্চে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী লিমন, জয় শাহরিয়ার, সন্ধি, মুয়ীজ মাহফুজ, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, রাজেশ মজুমদার, অর্ঘ্য, শতাব্দী ভব, অং, রাশেদ ও গানের দল ঘুণপোকা। এটি সঞ্জীব উৎসব উদযাপন পরিষদের দ্বাদশ আয়োজন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’