নৌকার প্রার্থীর পোস্টার ছিঁড়ল দুস্কৃতিকারীরা
নাটোরের বাগাতিপাড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের পোস্টার ছিঁড়েছে দুস্কৃতিকারীরা। গতকাল রবিবার রাতের কোনো এক সময় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বিদ্যুতনগর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় নৌকার পোস্টার রাতের কোনো এক সময় কে বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছে। সকালে স্থানীয়রা ওই এলাকায় গিয়ে ছেঁড়া পোস্টার পড়ে থাকতে দেখেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।