কারাগার থেকে বেরিয়েই জনসভায়, র্যাবের জালে ধরা ককটেল তৈরির কারিগর
কারাগার থেকে ছাড়া পেয়েই নৌকার প্রার্থীর জনসভায় র্যাবের জালে ধরা পড়লেন তরিকুল ইসলাম (২৮) নামের ককটেল তৈরির এক কারিগর। গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচনী সভায় তার বক্তব্যের সময় ওই যুবককে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সম্প্রতি এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
তরিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মৃত ইয়াসিন আলীর ছেলে এবং মনাকষা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক কমান্ডার মেজর মারুফুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল তৈরির গোপন আস্তানায় র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে আটক করে। এ সময় ৫টি তাজা ককটেল, ১১টি রামদা, ২টি কুড়াল, ৫টি চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, জর্দ্দার খালি ১৭টি কৌটা, ২৫০ গ্রাম ভাঙা ব্লেডের অংশ, ৪০ গ্রাম বিস্ফোরক ও দুটি কসটেপ উদ্ধার করা হয়।
তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই আস্তানায় ককটেল তৈরি করতেন জানিয়ে মারুফুল ইসলাম বলেন, ককটেলসহ আটকের আগেও এমপি শিমুলের সঙ্গে তাকে একাধিক সভা-সমাবেশে দেখা গেছে।
জানা গেছে, র্যাবের অভিযানে আটকের পর গত পাঁচ দিন আগে জামিনে বের হয়ে আসেন সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম। এরপর থেকেই নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। গত শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী সভায় এমপির পেছনে ছিলেন তরিকুল।
ছবি ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল মোবাইল ফোনে জানান, নির্বাচনী ওই সভায় প্রায় ১০ হাজারের মতো লোকজন ছিলেন। সেখানে হয়তো তরিকুল ইসলাম থাকতে পারেন, কিন্তু তিনি সেটা খেয়াল করেননি। আর নেতাকর্মীদের অভিযোগ সত্য নয় বলেও জানান তিনি।