পরমব্রত-পিয়ার বিবাহোত্তর সংবর্ধনায় তারকার মেলা

বিনোদন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭
শেয়ার :
পরমব্রত-পিয়ার বিবাহোত্তর সংবর্ধনায় তারকার মেলা

অনুপম রায়ের প্রাক্তনের সঙ্গে পরমব্রতর বিয়ে নিয়ে জলঘোলা কম হয়নি। তবে সব আলোচনাকে পেছনে ফেলে ক্রিসমাসের আগের রাতে টালিউডের ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনায় মেতে ওঠেন পরমব্রত-পিয়া। 

বিয়ে সেরেই বলেছিলেন- খুব শিগগির টালিপাড়ার বন্ধুদের নিয়ে বিয়ের সেলিব্রেশনে মাতবেন দুজন। কথা রাখলেন পরমব্রত। বড় দিনের আগের রাতে দক্ষিণ কলকাতার বাড়িতে পরমব্রত-পিয়ার বিয়ের সেলিব্রেশন পার্টিতে বসে ছিল তারার মেলা।

গত মাসের ২৭ তারিখ সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বিয়ে করেন দুজন। বিয়ের মাসপূর্তির আগেই করলেন ঘরোয়া রিসেপশন।

ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে পরমব্রত-পিয়ার রিসেপশনের অন্দরের ছবি। এ রাতে নব দম্পতিদের বাড়িতে এসেছিলেন টালিউডের অনেক তারকা। রিসেপশনে একদম সিম্পল অথচ এলিগেন্ট লুকে দেখা যায় পিয়াকে। সাটিনের নীল রঙা ওয়ানপিস ড্রেসে দেখা মিলল পরম ঘরণীর। একদম ছিমছাম সাজ। খোলা চুলে অপূর্ব লাগছিল তাকে। বউয়ের সঙ্গে মিল রেখে শার্ট আর কালো ব্লেজার পড়ে ছিলেন পরমব্রত। কোনো পাঁচতারা হোটেল নয়, কাছের মানুষদের নিয়ে ঘরেই যেন বসেছিল চাঁদের হাট।

বিয়ের আসরে পরমব্রত ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানাননি। তবে এদিন দেখা মিলল অভিনেতার অনেক পুরোনো বন্ধুর। এসেছিলেন আবির চট্টোপাধ্যায়, নন্দিনী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়রা, রুদ্রনীল ঘোষ। ছিলেন- ইশা সাহা, লহমা ভট্টাচার্যের মতো টালিপাড়ার এ প্রজন্মের অভিনেত্রীরাও। রিসেপশনের প্রথম ছবি সোশ্যালে শেয়ার করেন জিতের নায়িকা লহমা। নবদম্পতির সঙ্গে ইশা সাহার পাশে দাঁড়িয়ে পোজ দেন অভিনেত্রী।

সংগীত তারকা অনুপম রায়ের ঘরণী হিসাবে একসময় টালিপাড়ায় পরিচিত ছিলেন পিয়া চক্রবর্তী। পরে সেই বিয়ে ভেঙে যায়। বিচ্ছেদের কারণ হিসাবে উঠে এসেছিল অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতার চর্চা। তবে তখন পিয়াকে শুধুই ‘বন্ধু’ বলে আলোচনা এড়িয়েছিলেন পরম। কিন্তু দুই বছর পর পিয়াকেই বিয়ে করলেন অভিনেতা। আর এতেই অতীতের সেই গুঞ্জনকে সত্যি বলেই ধরে নিয়েছে অধিকাংশ মানুষ। যদিও তা মানতে রাজি নন নায়ক।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে দুজনে সুইডেন এবং ডেনমার্ক ট্রিপে গিয়েছিলেন। সেইসময়ই বিয়ের সিদ্ধান্ত নেন। ৪২ বছরের পরমব্রত বিয়ের পর পিয়ার সঙ্গে নিজের দাম্পত্যকে ‘এক্সাইটিং’ বলে বর্ণনা করেন।

পরম ঘরণী পেশায় একজন মানবাধিকার ও সমাজকর্মী। মাঝে মাঝে গানও করেন। বিয়ের পর আয়ারল্যান্ডে মধুচন্দ্রিমা পর্ব সেরেছেন পরমব্রত-পিয়া। সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতো করে সংসার সাজাচ্ছেন তারা।