আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
ওবায়দুল কাদেরের ব্রিফিং:
সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ধানমন্ডি ৩/এ-তে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রেস ব্রিফিং করবেন।
নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ে সংবাদ সম্মেলন:
বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে ৩২টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত ইলেকশন অবজারভার কনসোরটিয়াম (ইওসি)। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরই্উ) নসরুল হামিদ মিলনায়তনে এ সম্মেলন হবে। এ সময় ইওসি উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান এবং সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ ইশতিয়াক রেজা উপস্থিত থাকবেন।
অসহযোগ আন্দোলনের সমর্থনে লিফলেট বিতরণ:
‘ডামি নির্বাচন বর্জন ও সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ সমর্থনে লিফলেট বিতরণ করবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কাউন্সিলরদের সঙ্গে ডিএমপি কমিশনারের মতবিনিময়:
ঢাকার সব কাউন্সিলরের সঙ্গে মতবিনিময় সভা করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় এ সভা শুরু হবে।
কেরানীগঞ্জে আওয়ামী লীগের জনসভা:
জনসভা করবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ। বিকেল ৩টায় খোলামোড়া এলাকায় এ সভা শুরু হবে।
নৌকার প্রার্থী ফেরদৌসের গণসংযোগ:
প্রতিদিনের মতো নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করবেন ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ। বেলা ১১টায় ২২ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ পার্ক এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করবে তিনি।
বাহাউদ্দিন নাছিমের প্রচারণা:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা- ৮ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সকাল সাড়ে ১০টায় কাকরাইল মোসাফির টাওয়ার (এস এ পরিবহনের বিপরীতে) থেকে গণসংযোগ শুরু করবেন তিনি।
জাহাঙ্গীর কবির নানকের প্রচারণা:
প্রতি দিনের মতো আজও ঢাকা-১৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক প্রচারণা চালাবেন। ২৯ ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে সকাল ১০টায় মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার থেকে গণসংযোগ শুরু করবেন তিনি। চলবে দুপুর ২টা পর্যন্ত।
শেখ ফজলে শামসের প্রচারণা:
নৌকার পক্ষে প্রচারণার চালাবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। বিকেল ৩টায় জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে ঢাকা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে গণসংযোগ করবেন তিনি। এরপর বিকেল ৫টায় ডেমরার আব্দুল মান্নান হাই স্কুল মাঠ কোনাপাড়ায় ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন পরশ।
সাঈদ খোকনের নির্বাচনী প্রচারণা:
বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। প্রথমে গেন্ডারিয়া থানাস্থ ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের (দয়াগঞ্জ চৌরাস্তা) সামনে থেকে গণসংযোগ শুরু করবেন। পর গেন্ডারিয়া ও সূত্রাপুর থানাস্থ ৪৪ নম্বর ওয়ার্ডের সাদেক হোসেন খোকা মাঠের (কাজী কমিউনিটি সেন্টার) সামনে থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করবেন।
শেরীফা কাদেরর প্রচারণা:
ঢাকা-১৮ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরীফা কাদেরও নির্বাচনী প্রচারণা চালাবেন। বেলা ১১টায় উত্তরা জসিমউদ্দিন রোড আর এ কে টাওয়ার থেকে গণসংযোগ শুরু করবেন তিনি। আড়ং ও রাজলক্ষী কমপ্লেক্স হয়ে আজমপুর আমির কমপ্লেক্সে এসে শেষ হবে। পরে বিকেল ৪টায় আশকোনা সরকারি প্রাইমারি স্কুলের সামনে থেকে গণসংযোগ শুরু করবেন শেরীফা কাদের।
ডিএমপির অতিরক্তি কমিশনারের ব্রিফিং:
গাজীপরের শ্রীপুরে রেললাইন কেটে ‘মোহনগন্জ এক্সপ্রেস’ ট্রেনে নাশকতাকারী মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। সকাল ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিয় শুরু হবে।