হবিগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত
আখাউড়া-সিলেট রেল লাইনের হবিগঞ্জের মাধবপুর মনতলা স্টেশন সংলগ্ন মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
আজ রোববার সকালে জ্বালানি তেলবাহী ট্যাংকার ৯৬১ গোডস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, আজ রবিবার সকাল ৯টা ১৫ মিনিটে আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১ নম্বর লাইন ধরে মনতলা স্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল সমস্যার কারণে মালগাড়িটির পেছনের গার্ড কমপার্টমেন্টটি ট্রলির উপর থেকে ছিটকে পড়ে। এতে সাময়িক সময়ের জন্য ১ নম্বর লাইনটি বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।