বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নারী-শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮
শেয়ার :
বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নারী-শিশুসহ নিহত ২০

বুরুন্ডিতে বিদ্রোহীদের গুলিতে কমপক্ষে ২০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চল শহর ভুগিজোয় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারী রয়েছে।

আজ রবিবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুরুন্ডির পশ্চিম সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’গোষ্ঠী হিসাবে বিবেচিত।

সরকারের মুখপাত্র জেরোম নিওনজিমা জানান, টাঙ্গানিকা হ্রদের কাছাকাছি শহরের ৯টি বাড়ি লক্ষ্য করে তারা হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন, বিদ্রোহীরা বুরুন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরা ছিল। 

২০১১ সালে রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী গঠিত হয়। ২০১৫ সাল থেকে তারা বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। রেড-তারাবা গোষ্ঠীর ৫০০ থেকে ৮০০ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়।