আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, একনজরে চলুন দেখে নেয়া যাক-
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি ব্রুর। এরপর বেলা ১১টায় ‘বড়দিন ২০২৩’ উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সংস্কৃতি প্রতিমন্ত্রীর কর্মসূচি:
বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলী শব্দসৈনিকদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। বেলা ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তনে (প্রধান মিলনায়তন) এ অনুষ্ঠান শুরু হবে।
ওবায়দুল কাদেরের কর্মসূচি:
দুপুর ১২টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির সম্পাদক ওবায়দুল কাদের।
বিএসএমএমইউতে কর্মসূচি:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় নির্বাচনকে সামনে রেখে থিম সং, পদ্মা সেতুসহ সরকারের উন্নয়ন ও সাফল্য নিয়ে তিনটি গানের শুভ উদ্বোধন করা হবে। বেলা ৩টায় শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফেরদৌসের কর্মসূচি:
সকাল ১০টায় ১৮ নম্বর ওয়ার্ডের এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে জনসংযোগ করবেন ঢাকা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ।
নানকের কর্মসূচি:
ঢাকা- ১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের প্রচারণা শুরু হবে সকাল ১০টায়। মোহাম্মদপুর টাউন হলে মসজিদের সামনে থেকে ৩১ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় চালানো হবে গণসংযোগ, চলবে দুপুর ২টা পর্যন্ত।
বিএনপিসহ শরিকদের কর্মসূচি:
বিএনপিসহ যুগপৎ আন্দোলনে শরিফ দল ও জোটগুলো ঢাকাসহ সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করবে।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচি:
সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে কর্মসূচি শুরু করবে গণতন্ত্র মঞ্চ।
১২ দলীয় জোটের কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তোপখানা রোডে বিএম ভবনের সামনে থেকে বেলা ১১টা থেকে কর্মসূচি শুরু করবে ১২ দলীয় জোট।
জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি:
দুপুর ১২টায় তোপখানা রোড থেকে জাতীয়তাবাদী সমমনা জোটের কর্মসূচি শুরু হবে।
এলডিপির কর্মসূচি:
দুপুর ১২টায় বিজয় নগর নাইটিংগেল মোড় থেকে এলডিপির কর্মসূচি শুরু হবে।
গণ অধিকার পরিষদের কর্মসূচি:
বেলা সাড়ে ১১টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে কর্মসূচি শুরু করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)। বিকেল ৪টায় পল্টন মোড় থেকে কর্মসূচি শুরু করবে গণ অধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া)।
গণ ফোরাম ও পিপলস পার্টির কর্মসূচি:
বেলা সাড়ে ১১টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে গণ ফোরাম ও পিপলস পার্টির কর্মসূচি শুরু হবে।
গণতান্ত্রিক বাম ঐক্যের কর্মসূচি:
সকাল সাড়ে ১০টায় পুরানা পল্টন এলাকা থেকে কর্মসূচি শুরু করবে গণতান্ত্রিক বাম ঐক্য।
লেবার পার্টির কর্মসূচি:
দুপুর সাড়ে ১২টায় বিজয় নগর পানির ট্যাংকের সামনে থেকে লেবার পার্টির কর্মসূচি শুরু হবে।
এবি পার্টির কর্মসূচি:
বেলা ৩টায় বিজয় নগর বিজয় একাত্তরের সামনে থেকে কর্মসূচি শুরু করবে এবি পার্টি।