ওয়েস্টিনে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট

নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
ওয়েস্টিনে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট

ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশের আয়োজনে রাজধানীতে ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই আয়োজন করা হয়।

‘নেসলে প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট ৩.০ পাওয়ার্ড বাই বেকম্যান’স অ্যান্ড পুষ্টি, ইন অ্যাসোসিয়েশন উইথ মোজো’ শীর্ষক ফেস্টের উদ্বোধন করেন নেসলে বাংলাদেশ পিএলসির সেলস ডিরেক্টর সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন। এই আয়োজনে যোগ দেন ২৫০-এর বেশি মার্কেটিং ও সেলস পেশাজীবী। অনুষ্ঠানে খাদ্য ও পানীয় ব্যবসার সংকট ও সম্ভাবনা নিয়ে নয়টি গুরুত্বপূর্ণ ইনসাইট, কি-নোট এবং প্যানেল আলোচনা করেছেন তারা।

অনুষ্ঠানের কি-নোট স্পিকার ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আশরাফ বিন তাজ। তিনি বর্তমান বৈশ্বিক টালমাটাল পরিস্থিতিতে ব্যয় সমন্বয়, বিক্রয় ও ব্যবসা বৃদ্ধি বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি এসিআই গ্রুপের চেয়ারম্যান আনিস উদ দৌলার সঙ্গে ‘কনভার্সেশন অব এ বিজনেস মায়েস্ত্রো অ্যান্ড এ মার্কেটিং মায়েস্ত্রো’ সেশনটি মডারেট করেন।

পরে মার্কেট অপারেশন নিয়ে প্যানেল আলোচনায় যোগ দেন টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মোফাচ্ছেল হক, আকিজ বেকার্স লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম তুষার, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, সিটি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসির চিফ এক্সিকিউটিভ অফিসার শাখাওয়াত হোসেন। প্যানেলটি মডারেট করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হেড অব স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট গালিব বিন মোহাম্মদ।

এরপর প্রতিযোগিতাপূর্ণ মার্কেটে ক্রেতা ধরে রাখার কৌশল নিয়ে কথা বলেন মার্কেটিং জগতের প্রাজ্ঞ ব্যক্তিরা।

আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন নেসলে বাংলাদেশ পিএলসি, পাওয়ার্ড বাই পৃষ্ঠপোষক হিসেবে বেকম্যান’স বিস্কুট ও পুষ্টি, ইন অ্যাসোসিয়েশন উইথ মোজোর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পৃষ্ঠপোষক হিসেবে আছেন যথাক্রমে পাঠাও ফুড, ইস্পাহানি, কিভা হান, প্রথম আলো ডটকম, জেসিআই বাংলাদেশ, বিজনেস ব্রিলিয়ানস, প্র্যাক্টিশনার্স একাডেমি, নেসক্যাফে, ম্যাগি, শক্তি প্লাস, স্পা ড্রিংকিং ওয়াটার, এসিআই পিওর গুঁড়া মসলা, কাজী অ্যান্ড কাজী টি, রুচি, স্বপ্ন, ঈগলু, ড্যানিশ, সানবিট, পার্টেক্স টিস্যু, ফ্রেশ স্টেশনারি, ফিয়েরো, মালেদা গ্রুপ এবং দ্য ওয়েস্টিন ঢাকা।