শাহরুখময় বছর

ফয়সাল আহমেদ
২৪ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
শাহরুখময় বছর

এক বছরে তিনি দর্শককে উপহার দিয়েছেন তিনটি ব্লকবাস্টার সিনেমা। বছরের শুরুতে ‘পাঠান’, তার পরে ‘জাওয়ান’ আর বছরের শেষে এসে ‘ডানকি’। ২০২৩ যেন ছিল শাহরুখময় বলিউড। লিখেছেন- ফয়সাল আহমেদ

চলতি বছরকে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছর বলাই যায়। কারণ খান সাহেবের অভিনয়জীবনের অন্যতম সেরা বছর এই ২০২৩। গত কয়েক বছর বিরতির পর চলতি বছরে বড় পর্দায় ফিরেছেন বলিউডের কিং খান। শুধু যে ফিরেছেনই, তা নয়। ফিরেছেন বাদশার ভঙ্গিতেই। ২০১৮ সালে ‘জরিরো’র মতো ব্যর্থ ছবির মাধ্যমে বছর শেষ করেছিলেন তিনি। তার পরে করোনা আর লকডাউনের জেরে নিলেন কয়েক বছরের লম্বা বিরতি। চার বছরের বেশি সময় পরে চলতি বছরের জানুয়ারি মাসে ‘পাঠান’ হিসেবে প্রত্যাবর্তন শাহরুখের। ভারতে তো বটেই, বিশ্বজুড়ে ‘ব্লকবাস্টার’ হিটের তকমা অর্জন করেছিল সেই ছবি। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘পাঠান’। ভারতের সাড়ে ৫ হাজার ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখা গেছে সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। বক্স অফিস থেকে ছবিটির এখন পর্যন্ত আয় ১ হাজার পঞ্চাশ কোটি রুপি।

‘পাঠান’-এর সাফল্যের পরে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পায় শাহরুখের দ্বিতীয় অ্যাকশন ছবি ‘জাওয়ান’। দক্ষিণী পরিচালক অ্যাটলির হাত ধরে ওই ছবির মাধ্যমে ‘প্যান ইন্ডিয়ান’ তারকা হিসেবে আত্মপ্রকাশ তার। সেই ছবিও বক্স অফিসে সফল। ‘বেটে কো হাথ লাগানে সে পহেলে... বাপ সে বাত কর’- ট্রেলারে এই সংলাপ প্রকাশ্যে আসতেই যেমন একদিকে শুরু হয়েছিল চর্চা। অন্যদিকে তৈরি হয়েছিল উন্মাদনাও। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেনÑ কখন বড়পর্দায় কিং খানের মুখে এই সংলাপ শুনবেন; কিন্তু বাস্তবতা হচ্ছে সিনেমাহলে গিয়ে, অনেক কষ্ট করেও শাহরুখ খানের মুখ থেকে এই সংলাপ শুনতে পাননি দর্শক। কারণ প্রতিটি সিনেমা হলই ফেটে পড়ছিল সিটি, হাততালি আর দর্শকদের উচ্ছ্বাসে। এটাই তো কিং খানের ম্যাজিক। মুখ্য ভূমিকায় শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোন প্রমুখকে দেখা যায়। অন্যান্য চরিত্রে ছিলেন সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, রিদ্ধি ডোগরা প্রমুখ। ছবিটির এখন পর্যন্ত আয় ১ হাজার একশ চৌদ্দ কোটি রুপি।

বছরের শেষে এসে মুক্তি পেয়েছে শাহরুখের তৃতীয় এবং শেষ ছবি ‘ডানকি’। ‘থ্রি ইডিয়টস’খ্যাত রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি অ্যাকশন ঘরানার ছবি নয়। বরং এই ছবিতে রোম্যান্টিক শাহরুখকে খুঁজে পেয়েছেন অনুরাগীরা। সমালোচকদের ধারণা ছিল, শাহরুখের সিনেমাটি প্রথম দিনের আয়ে রেকর্ড গড়বে। কেউ কেউ বলছিলেন, ৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। সেই ধারণা ধূলিসাৎ, প্রথম দিনের আয়ে শীর্ষ ৫-এ জায়গা করে নিতে পারেনি সিনেমাটি। ধারণা করা হচ্ছে- সিনেমাটির ওপর ভারতের রাজনৈতিক অবস্থার প্রভাব পড়েছে, অন্যদিকে ‘সালার’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে। তা ছাড়া হিন্দি ভাষার বাইরে ভারতের বিভিন্ন জায়গা থেকে ‘ডানকি’র আয় হতাশাজনক। ভক্তরা জানিয়েছেন, সিনেমাটি অর্ধেক পর্যন্ত দেখে তুমুল হেসেছেন, আবার চোখের পানিও ফেলেছেন। কেউ কেউ লিখেছেনÑ রাজকুমার হিরানি একজন ‘জাদুকর’, আর শাহরুখ খান ‘বাজিগর’।

‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’তে শাহরুখের কাজ দর্শকের পছন্দ হলেও একাধিক সমালোচক দাবি করেছেন, রূপটান সত্ত্বেও সব ছবিতেই নাকি ধরা পড়েছে তার বয়স। সেই ছাপ পড়েছে তার চোখেমুখেও। সেই সব সমালোচনায় কান দিয়েই কি সচেতনভাবে সিদ্ধান্ত নিলেন শাহরুখ? খবর- আগামী বছর মার্চ বা এপ্রিল মাস থেকে নিজের পরের ছবির শুটিং শুরু করবেন তিনি। নিজের পরবর্তী প্রজেক্ট নিয়ে শাহরুখ বলেন, ‘আমি আগামী বছর মার্চ-এপ্রিল নাগাদ শুরু করব পরের কাজ। এবার আমি নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই। তার পরও ছবির মূল চরিত্র হিসেবেই কাজ করতে চাই। আমার মনে হয়, ভারতীয় ছবিতে একটা বিষয় আমরা মিস করে যাই যে, নিজের বয়সের চরিত্র করেও আপনি ছবির হিরো হতে পারেন। ২০ বছর আগে আমি যেটা করতাম, সেই চার্মটা পর্দায় এখন তুলে ধরাটা বেশ মুশকিল। এখন আমার মধ্যে নতুন চার্ম রয়েছে, সেটার সঙ্গে সাযুজ্য রেখে আমি ছবি করতে চাই।’