বিচ্ছেদের পর ২০ লিটার দুধ দিয়ে গোসল করলেন আকতারুল
বাগেরহাটের রামপালে স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো তালকনামায় স্বাক্ষর করে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। এর আগে স্ত্রী চারবার তালাকনামা পাঠালেও তা ফিরিয়ে দিয়েছেন বলে জানান আকতারুল।
গতকাল শুক্রবার আকতারুল তার নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করেন। এর আগে গত বৃহস্পতিবার স্ত্রীর পাঠানো তালাকনামা হাতে পান। আকতারুল উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।
আকতারুল ও তার পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালের ফেব্রুয়ারিতে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সঙ্গে পরিবারিকভাবে বিয়ে হয় আকতারুলের। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। বিয়ের কিছু দিন যাওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার।
আকতারুল বলেন, ‘আমি কষ্টের সাথেও আনন্দিত। ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সাথে সংসারে নানা ঝামেলায় জর্জরিত। সে সংসারে থেকেও পর পুরুষের সাথে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনো দিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চমবারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি।’
এ সময় সবার কাছে তার দুই সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেন আকতারুল।