যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজি অটোরিকশায় আগুন

অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ১৮:১২
শেয়ার :
যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজি অটোরিকশায় আগুন

রাজধানীর কুড়িল এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সিএনজি চালিত একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে গেছে। ইঞ্জিনের ত্রুটি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

আজ শনিবার বিকেল ৪টা ৫২ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘আজ বিকেলে যমুনা ফিউচার পার্কের সামনে একটি সিএনজি অটোরিকশায় আগুনের সংবাদ পাই আমরা। পরে আমাদের দুইটি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইঞ্জিনের ত্রুটি থেকে অটোরিকশাটিতে আগুন লাগে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।’