ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ইশরাকের লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা।
আজ শনিবার দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোড়ের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল আজিজ, রাম সাহা, মো. মনিরুজ্জামান, আমির হোসেন, নুরু মাদবর, মোহাম্মদ মুখলেস, সূত্রাপুর থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড সভাপতি কাজী কাইয়ুম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ, ৪৪ নং ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ প্রমুখ।
ইশরাক হোসেন লিফলেট বিতরণের সময় তার সংক্ষিপ্ত বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে জনসাধারণকে রাজপথে নামার আহবান জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?