‘ক্ষমতাসীনদের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি’

অনলাইন ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৬
শেয়ার :
‘ক্ষমতাসীনদের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। ক্ষমতাসীনদের বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি।

আজ শনিবার সকালে রাজধানীর প্রেসক্লাব এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

এর আগে বুধবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপরদিকে একইদিন জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে একই কর্মসূচির ঘোষণা দেয় গণতন্ত্র মঞ্চ।