এলাকাভিত্তিক ইস্যু নিয়ে মাঠে স্বতন্ত্র প্রার্থীরা

হামিদ উল্লাহ, চট্টগ্রাম
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
এলাকাভিত্তিক ইস্যু নিয়ে মাঠে স্বতন্ত্র প্রার্থীরা

কর্ণফুলীর একপারে শিল্পকারখানায় ভরা চান্দগাঁও এলাকা। ইউনিলিভারের মতো বহুজাতিক শিল্পকারখানা থেকে শুরু করে চট্টগ্রামের বিসিক শিল্প এলাকাটিও চান্দগাঁও এলাকাতেই। অথচ নদীর ওপারে বোয়ালখালী উপজেলা এখনো একটি মফস্বল এলাকা হিসেবেই সমধিক পরিচিত। কালুরঘাটে একটি সেতু নির্মিত না হওয়ায় শত বছরেও শহরের সবচেয়ে কাছের এই উপজেলার মানুষ উন্নয়নের ছোঁয়া পায়নি। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম এই ইস্যু নির্বাচনী প্রচারের সম্মুখে নিয়ে এসেছেন। ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তার প্রথম কাজ হবে কালুরঘাট রেল কাম সড়কসেতুর নির্মাণকাজ শুরু করা।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) টানা ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে নগরীর সড়ক অবকাঠামো আধুনিকায়ন করেছেন। নগরীতে চারটি উড়ালসড়ক নির্মাণ করেছেন। ফলে তার এই নির্বাচনী ইস্যু হালে পানি পেয়েছে বোয়ালখালী ও চান্দগাঁও এলাকাতে।

আবদুচ ছালাম আমাদের সময়কে বলেন, নেত্রীর প্রত্যাশা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এ মুহূর্তে কালুরঘাট সেতু নির্মাণই হলো এ এলাকার মানুষের প্রধান চাওয়া। আমি আমার এলাকার মানুষের সঙ্গে আছি।

চান্দগাঁও-বোয়ালখালী নির্বাচনী এলাকার মতো প্রতিটি এলাকাতেই একটি করে প্রধান নির্বাচনী ইস্যু আছে। স্বতন্ত্র প্রার্থীরা সেই ইস্যুকে সামনে রেখে ভোটার টানার চেষ্টা করছেন। এসব ইস্যুতে কৌশলগত দুর্বলতার কারণে নৌকা কিংবা আওয়ামী লীগের জোটের প্রার্থীরা এগোতে পারছেন না।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে এবার নতুন ইস্যু আওয়ামী লীগের নেতাকর্মীদের সামনে। ২০০৮ সাল থেকে সেখানে নৌকার কোনো প্রার্থী নেই। জোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সেখানে লাঙল মার্কায় নির্বাচন করছেন। তিনি এর মধ্যে টানা তিনবার সংসদ সদস্য হয়েছেন। এবার সেই দৃশ্যপটে পরিবর্তন আসার আশায় ছিল এলাকার মানুষ। নৌকা পেয়েও গিয়েছিলেন এমএ সালাম। কিন্তু চূড়ান্ত মুহূর্তে সেটি জোটের প্রার্থী আনিসকেই ছেড়ে দেওয়ার পর সেখানে আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী এবার হাটহাজারীতে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শাহজাহান চৌধুরী

আমাদের সময়কে বলেন, হাটহাজারীর মানুষ এবার পরিবর্তন চায়। তারা আর জনবিচ্ছিন্ন কাউকে প্রতিনিধি হিসেবে দেখতে চায় না। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের ব্যাপক প্রভাব রয়েছে। তার বেড়ে ওঠা এই এলাকায়। তাদের প্রধান ব্যাবসায়িক কার্যালয় এখানে। বিভিন্ন শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে তার রয়েছে প্রায় ২৭ হাজার কর্মকর্তা-কর্মচারী। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মেয়র থাকাকালে তিনি এ এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। মনজুর আলম আমাদের সময়কে বলেন, গত এক দশকেরও কম সময়ে এই এলাকা পিছিয়ে পড়েছে উন্নয়নে। আমি সেই কাজ সম্পন্ন করতে চাই।

গত ৩০ জুলাই এ আসনে উপনির্বাচনে প্রথম নির্বাচিত হন নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ভোট পড়েছিল ১১ দশমিক ৭০ শতাংশ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির সামসুল আলম অভিযোগ করেছিলেন প্রিসাইডিং অফিসারদের কারণে ওই পরিমাণ ভোট পাওয়া গিয়েছিল। বাস্তবে ৪ শতাংশের বেশি ভোট পাওয়ার কথা নয়। মনজুর আলমের নিজস্ব ইমেজের কারণে ওই এলাকায় ভোটারদের মধ্যে নতুন করে কেন্দ্রমুখী হওয়ার প্রবণতা তৈরি হয়েছে। মনজুর আলম আমাদের সময়কে বলেন, আমি আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। প্রধানমন্ত্রী আমাদের সেই আশ্বাস দিয়েছেন।

পাশের চট্টগ্রাম-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়েই নৌকার বিপক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন। জিয়াউল হক সুমন আমাদের সময়কে বলেন, সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রার্থী হয়েছি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার সঙ্গেই আছেন। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এর মধ্যে নৌকার বিপক্ষের প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে নগরীর ইপিজেড এলাকায় সভা করে এসেছেন।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে স্বয়ং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফের পুত্র মাহবুব রহমান রুহেল নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন। সেখানকার ইস্যু প্রসঙ্গে গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী এজেন্ট নিয়াজ মোরশেদ এলিট আমাদের সময়কে বলেন, মিরসরাইবাসী আওয়ামী লীগকে একটি পরিবার থেকে বের করে আনতে চায়। এই ইস্যুতেই আমাদের নির্বাচন।