নতুন ঘরে আগুন লেগে পুড়ে মারা গেলেন বৃদ্ধা
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে মোস্তফা মিয়ার নতুন বাড়িতে আগুন লেগে জাকিয়া খাতুন (৭৫) নামের এক বৃদ্ধা পুড়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার সময় আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও নোয়াখালী ফায়ার সার্ভিস যৌথ চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে।
বাড়িটির মালিক রমজান আলী বলেন, ‘রাত আনুমানিক ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন বুঝতে পেরে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও আমার মা জাকিয়া খাতুন বের হতে পারেনি। আমার মা আগুনে পুড়ে মারা গেছেন।’
স্থানীয়রা জানান, গোলাভরা ধান, আসবাবপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের বরাতে বলেন, এ ঘটনায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে ভুক্তভোগী রমজানের বসতঘর ও তার মা জাকিয়া খাতুনকে বাঁচানো সম্ভব হয়নি।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা, থানার ওসি আবুল হাসিমসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদ রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন।