ঢামেকে কারাবন্দির মৃত্যু

অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯
শেয়ার :
ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তির নাম মো. সাগর আলী (৩০)। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বাবার নাম মোবারক আলী।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে কারারক্ষী আলামিন সহ কয়েক জন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বন্দী সাগরের মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।