কাশ্মীরে বন্দুক হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১০:৩৪
শেয়ার :
কাশ্মীরে বন্দুক হামলায় ৫ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ৫ সেনাসদস্য নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় এনডিটিভি।

সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা গুলি চালায়। এ সময় সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে গত বুধবার রাত থেকে ডেরা কি গলি ও এর আশপাশে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামে পরিচিত।

গত কয়েক বছরে ওই এলাকায় ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।