আলোচনা বেশি কাজ কম

বিনোদন সময় প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
আলোচনা বেশি কাজ কম

ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় ছিলেন অপু বিশ্বাস, শবনম বুবলী, পরীমণি, শরিফুল রাজ, কৌশিক হোসেন তাপস ও জায়েদ খান। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী একে অপরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বছরজুড়েই আলোচনায় ছিলেন। বছরের শেষদিকে সংগীতশিল্পী ও গান বাংলার কর্ণধার তাপসের স্ত্রী ফারজানা মুন্নীর ফেসবুক স্ট্যাটাসে তাপস-বুবলীর প্রেমের গুঞ্জনের বিষয়টি নিয়েও বেশ চর্চা হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি করেন অপু বিশ্বাসই! সম্প্রতি অবশ্য অপু-তাপসের বিষয়টির মীমাংসা হয়েছে, ডিবি কার্যালয়ে।

ব্যক্তিগত এমন আলোচনা মোটেও বিচলিত নন তারকারা। কারণটা মনে হয় আলোচনায় থাকতে চাওয়া- সেটা যেভাবেই হোক! আর এ আলোচনায় থাকতে নিজেকে হাসির খোরাক করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তার এলোমেলো মন্তব্যগুলো ভাইরাল। এ ছাড়া তিনি ডিগবাজি দিয়ে আলোচনার খোরাক হয়েছেন। দাম্পত্য জীবন ও বিচ্ছেদ নিয়ে পরীমণি-শরিফুল রাজকে ঘিরেও আলোচনা কম হয়নি। ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজের উদ্দেশে বিচ্ছেদের নোটিশ পাঠান। ২০২২ সালের ১০ জানুয়ারি প্রকাশ্যে আসে দুজনের সম্পর্কের খবর। রাজের সঙ্গে সংসারজীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। কখনো বিদ্যা সিনহা মিম, কখনো সুনেরাহ বিনতে কামালসহ অন্য কাউকে ঘিরে রাজের প্রতি সন্দেহের তীর ছুড়েছেন পরীমণি। এসব নিয়ে শোবিজে কম জলঘোলা হয়নি।