নগর ভবন থেকে আলোচিত পিএ টিটুর বিদায়
নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে ব্যক্তিগত সহকারীর (পিএ) দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত মঙ্গলবার মেয়র লিটন এই আদেশ দেন। টিটুর কোনো নিয়োগপত্র না থাকায় তাকে মৌখিকভাবে অব্যাহতি দেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে মেয়র লিটন টিটুকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৩ ডিসেম্বর আমাদের সময় -এ ‘রাজশাহীর মূর্তিমান আতঙ্ক তরিক বাহিনী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এমন কি আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও টিটুর অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। টিটু নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় মেয়র লিটনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও তারা অভিযোগ তুলে আসছিলেন।