কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে গুলি
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর ট্রাক লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় এ ঘটনা ঘটে। গত এক মাসেরও কম সময়েরে মধ্যে সেনাবাহিনী লক্ষ্য করে দ্বিতীয় হামলার ঘটনা ঘটল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, হামলার ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। সেখানে গোলাগুলি চলছে।
সূত্র বলছে, সেনাবাহিনীর ট্রাক পুঞ্চ জেলার সুরাকোটের ডেরা কি কালি এলাকায় পৌঁছালে অতর্কিত হামলা চালানো হয়। এই এলাকা ডিকেজি নামেও পরিচিত। তবে আক্রমণকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। সেখানে কেউ আহত হলে হাসপাতালে আনার জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ডিকেজি এলাকায় অভিযান চালানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।’
গত মাসে জম্মু-কাশ্মীরের কালাকোটের রাজৌরি এলাকায় সন্ত্রাসীদের হামলাল এক ক্যাপ্টেনসহ পাঁচ ভারতীয় সেনা আহত হন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস