১০ বছর পর চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৯
শেয়ার :
১০ বছর পর চঞ্চল চৌধুরী

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার ক্যারিয়ার শুরু হয় মঞ্চ দিয়ে। চারুকলায় পড়ার সময় আরণ্যক নাট্যদলে তিনি যোগ দেন। এরপর কেটে গেছে বহু বছর, অসম্ভব জনপ্রিয়তায় পেয়েছেন নাটক-সিনেমায়। তারপরও মঞ্চকে ভুলে যাননি এই অভিনেতা। সময় সুযোগ পেলেই ছুটে যান মঞ্চে।

ঢাকায় চঞ্চলকে দেখা গেলেও ১০ বছর পর মঞ্চ নাটক নিয়ে কলকাতায় যাচ্ছেন তিনি। আগামীকাল শুক্রবার কলকাতার মঞ্চে ‘রাঢাঙ’ নাটকের তিনটি শো করবেন বাংলাদেশের এই অভিনেতা।

চঞ্চল চৌধুরী বলেন, ‘আমার ভীষণ প্রিয় একটি নাটক “রাঢাঙ”। অসংখ্যবার নাটকটির শো করেছি। আরণ্যক নাট্যদলের এই নাটকের শো করেছি কলকাতায়ও। সেটা অনেক বছর আগে। আবারও “রাঢাঙ” নিয়ে কলকাতা যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ওটিটি ও ইউটিউবের কারণে আমাদের অনেক কাজ ওপার বাংলার দর্শক দেখেন। তাদের কাছে আমাদের আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে। তাদের সঙ্গে এবার মঞ্চ নাটক নিয়ে দেখা হবে।’

‘রাঢাঙ’ নাটকে চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান ও শামীম জামান দীর্ঘ দিন ধরে অভিনয় করছেন। মাঝে নতুনরা অভিনয় করলেও কলকাতার বিশেষ শোতে থাকছেন তারা তিনজনই। নাটকটির নির্দেশনায় রয়েছেন মামুনুর রশীদ।