হায়া কার্ডের মেয়াদ বাড়াল কাতার

কাতার প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৫
শেয়ার :
হায়া কার্ডের মেয়াদ বাড়াল কাতার

ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের আতিথেয়তাসহ বিভিন্ন সেবা দিতে প্রবেশ বিষয়ক অনুমতিপত্র (এন্ট্রি পারমিট) বা ‘হায়া কার্ড’ চালু করেছিল মধ্যপ্রাচ্যের দেশ কাতার।

ফিফা ফুটবল বিশ্বকাপের আসর শেষ হয়েছে এক বছর আগে, কিন্তু কাতারে গিয়ে এই আসর উপভোগ করতে যারা হায়া কার্ড করেছিলেন সেই কার্ডের মেয়াদ এখনো শেষ হয়নি।

গতকাল বুধবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়া কার্ডের ভিসার মেয়াদ আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফুটবল ভক্ত ও দর্শকদের কাতারে আগমনের সুবিধার্থে এবং কাতারে চলমান দোহা এক্সপো ও আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপে দর্শকদের উপস্থিতি বাড়াতে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হায়া কার্ড ভিসাধারীদের জন্য কাতারে প্রবেশের শেষ তারিখ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।