আগামী নির্বাচনে লড়ছেন নওয়াজ শরিফ
আগামী নির্বাচনে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশটির মানসেরার ১৫ নং আসন থেকে লড়বেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার নওয়াজ শরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন তার জামাতা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ সফদার। সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রার্থিতার কাগজ জমা দেবেন তিনি।
২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জিও নিউজ জানিয়েছে তারা নমিনেশন তালিকায় নওয়াজ শরীফের নাম দেখেছে। এর আগে ২০১৩ আর ২০১৮ সালে নির্বাচনে আসন জিতেছিলেন নওয়াজ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মানসেহরা হাজারা বিভাগের অংশ, যা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। নওয়াজ শরিফ মানসেহরা ছাড়াও লাহোর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছে জিও নিউজ।
২০১৯ সালে জামিন নিয়ে চিকিৎসার জন্য বিদেশে চলে যান নওয়াজ শরীফ। এরপর আর পাকিস্তানে ফেরেননি তিনি। তবে ২০২২ সালে ইমরান খান আস্থাভোটে পদচ্যুত হলে নওয়াজের ফেরার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা বাস্তবে পরিণত করে অক্টোবরে ফিরে আসেন তিনি। এবার জানা গেল আগামী নির্বাচনে লড়াইও করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস