দুর্নীতির দায়ে তামিলনাড়ুর মন্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭
শেয়ার :
দুর্নীতির দায়ে তামিলনাড়ুর মন্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতি দায়ে ভারতের তামিলনাড়ু প্রদেশের মন্ত্রী কে পনমুডিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। শাস্তি পেয়েছেন তার স্ত্রীও।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার জন্য এই সাজা দেওয়া হয় তাকে। পন্ডুমুডি তামিলনাড়ুর উচ্চশিক্ষামন্ত্রী। এখন এই মন্ত্রণালয়ের দায়িত্বে অন্য কাউকে দেবে তামিলনাড়ু সরকার। 

সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে। তার মধ্যে উপযুক্ত সুরাহা না পেলে তাদের আত্মসমর্পণ করতে হবে।

বিচারপতি জি জয়চন্দ্রনের বেঞ্চ জানিয়েছে, পনমুডি ও তার স্ত্রীর ৩ বছরের জেল হেফাজতের পাশাপাশি এবং প্রত্যেককে ৫০ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ডের বিধান দেওয়া হয়েছে।

এর আগে ২০১৬ সালে একটি নিম্ন আদালত এই মামলায় পনমুডিকে খালাস করে দিয়েছিল। তবে এবার আর শাস্তি পেতেই হলো মন্ত্রীর।