প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে শাম্মী আহমেদ
প্রার্থিতা ফিরে পেতে ফের চেম্বার আদালতে আবেদন করেছেন বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন। আবেদনে হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়েছেন তিনি।
চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের আদালতে আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৯ ডিসেম্বর একই আদালতে আবেদন করেন শাম্মী।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
গত ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্বে অভিযোগে প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদের। পরে তিনি হাইকোর্টে রিট করেন।
আরও পড়ুন:
বাদ পড়ছেন পঙ্কজ, পাচ্ছেন শাম্মী?
১৮ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে শাম্মী আহমেদের রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের এই প্রার্থী। গত ১৯ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ বহাল রেখে আদেশ দেন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি