বাদ পড়ছেন পঙ্কজ, পাচ্ছেন শাম্মী?

অনলাইন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১২:৩১
শেয়ার :
বাদ পড়ছেন পঙ্কজ, পাচ্ছেন শাম্মী?

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সারা দেশে ৩০০ আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। আজ রবিবার বিকেলে প্রকাশ করা হবে তালিকা। তবে তার আগেই কিছু প্রার্থীর নাম উঠে এসেছে গণমাধ্যমে। যাদের কেউ কেউ পেতে পারেন নৌকার বৈঠা।

আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, আলোচিত অনেকে বাদ পড়তে পারেন। বাদ পড়া সদস্যের সংখ্যা অর্ধশত হতে পারে। এমন অনেকেই মনোনয়ন পেতে পারেন, যারা এই প্রথম দলের প্রার্থী হতে যাচ্ছেন।

দলটির একটি সূত্র জানিয়েছে, বরিশাল-৪ আসনে সংসদ সদস্য পঙ্কজ নাথকে বাদ দেওয়া হচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের জায়গায় আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদকে মনোনয়ন দেওয়া হচ্ছে। 

বরিশাল-২ আসনেও পরিবর্তন আসছে। ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহ ই আলম বরিশাল-২ আসন পাচ্ছেন না। এই আসনে ২০০৮ সালের নির্বাচনের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসকে বাছাই করা হয়েছে। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর বোন সুলতানা নাদিরা এবার মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে। তিনি বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সবুরের সহধর্মিণী। এই আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান।

এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার আগে দ্বাদশ জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। আজ রবিবার সকাল ১০টার দিকে গণভবনে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

ইতিমধ্যে দলের সভানেত্রীর দেখা পেতে গণভবনে প্রবেশ করতে শুরু করেছেন মনোনয়নপ্রত্যাশীরা।