বায়ু দূষণের সূচকে বিশ্বে চতুর্থ ঢাকা

অনলাইন ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬
শেয়ার :
বায়ু দূষণের সূচকে বিশ্বে চতুর্থ ঢাকা

বায়ুদূষণে বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ২৪২। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।

এদিকে বায়ুদূষণের শীর্ষে আজ বসনিয়া হারজেগোভিনার বড় শহর সারাজেভো। বায়ুদূষণ তালিকার শীর্ষে থাকা সারাজেভোর স্কোর ৪২০ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে।  

২৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ঘানার আক্রা। এই শহরটির স্কোর ২৪২।  অন্যদিকে ২১২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর।

তালিকা অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বাবিপজ্জনক বলে বিবেচিত হয়।