শেরপুরে বালুর ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নবীগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৩, ০১:০৩
শেয়ার :
শেরপুরে বালুর ট্রাক থেকে ২৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ

ভারত থেকে অভিনব পন্থায় অবৈধ পথে আনা ২৪০ বস্তা (১২ টন) চিনি আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলা সংলগ্ন মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার থেকে একটি বালুর ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করলে চিনির চালানটি পাওয়া যায়।

পুলিশ জানায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তার অংশ হিসাবে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর বাজারে নিয়োজিত ছিল হাইওয়ে থানা পুলিশ। তারা বেপরোয়া গতিতে আসা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে তা অমান্য করে। তবে কিছু দূরে গিয়ে ট্রাকটি রেখে ড্রাইভার পালিয়ে যান। পরে হাইওয়ে থানা পুলিশ ট্রাকটিকে জব্দ করে। প্রাথমিকভাবে বালুর ট্রাক মনে করে পুলিশ। তবে তল্লাশি করতে গিয়ে বালুর নিচে চিনির বস্তা দেখতে পান তারা। 

ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, নিচে সাজানো রয়েছে ২৪০ বস্তা চিনি। এ ঘটনায় ঢাকা মেট্রো ট- ২০-৮১৫৩ ট্রাকটিকে আটক করা হলেও ট্রাকের মালিকের সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দেব বলেন, ‘আটক ট্রাকটির মালিকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। জব্দ করা ট্রাকটি মালামাল সহ থানায় রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পলাতক ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করতে পারলে চিনি চোরাকারবারিদের আটক করা সম্ভব হবে। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।’