নির্বাচনে অংশ নিতে পারবেন না বিকল্পধারার মহাসচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ ও নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) এম এ মান্নান। গতকাল মঙ্গলবার ও আজ শনিবার দুটি রিটই খারিজ করে দিয়েছেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির আহমেদের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে প্রার্থী হতে পারবেন না এম এ মান্নান।
ইসির আইনজীবী এস কে শফিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ‘ঋণখেলাপি হওয়ায় মান্নানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।’
আবেদনের শুনানিকালে মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মঈন ফিরোজী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঋণখেলাপির অভিযোগে মান্নানের মনোনয়ন বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন মান্নান। তবে আপিলেও তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে ইসি।
পরে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দুটি পৃথক রিট করেন মান্নান। সে দুটি রিটও খারিজ হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?