অগ্নি-সংযোগকারীদের ‘পশু’ বলেলেন ডিএমপির বিপ্লব

অনলাইন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩, ১৯:৪৮
শেয়ার :
অগ্নি-সংযোগকারীদের ‘পশু’ বলেলেন ডিএমপির বিপ্লব

ট্রেনে ও বাসে আগুন দেওয়া ব্যক্তিদের ‘পশু’ বললেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। আজ বুধবার ডিএমপি সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার সরকার বলেন, ‘দু-একটি বাস পুড়িয়ে হয়তো আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। তারা মনে করছে এমন কোনো নৃশংস-পৈশাচিক ঘটনা ঘটাবে যেন আন্তর্জাতিক পরিমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করা যায়, কিন্তু এটি তাদের বিকৃত মস্তিষ্কের বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য যে গোষ্ঠী কাজ করছে তারা ট্রেনে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’

ট্রেনে দেওয়া আগুনে চার জন নিহত হওয়ার ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করেন ডিএমপির এ যুগ্ম কমিশনার। তিনি বলেন, ‘এর চাইতে নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ড হতে পারে কি না বা অমানবিক কাজ হতে পারে কি না, আমার জানা নেই। যারা এটি করেছে, তারা পশু।’

বিপ্লব কুমার সরকার বলেন, ‘আগুন দিয়ে চারটি তাজা প্রাণকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটি শতভাগ নাশকতা। যেই নাশকতা আমরা দেখেছি ২০১৩, ১৪ ও ১৫ সালে। যারা ট্রেনে আগুন দিয়েছে তারা মানুষের মতো দেখতে হলেও মানবিকতার দিক থেকে, মনুষ্যত্বের দিক থেকে তারা পশু। এই পশুদের আইনের আওতায় আনার জন্য যত ধরনের কর্মকাণ্ড গ্রহণ করা প্রয়োজন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এরই মধ্যে সে ব্যবস্থা নিয়েছে।’