শেষ হলো ‘ওমর’র কাজ

বিনোদন প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৬
শেয়ার :
শেষ হলো ‘ওমর’র কাজ

পাঁচ বছরের বিরতি ভেঙে নতুন সিনেমার শুটিং করলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। টানা ২৫ দিন শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হলো ‘ওমর’র কাজ। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান ও শরিফুল রাজ। এ ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলুসহ অনেকে।

‘ওমর’র শুটিং হয়েছে সাভার ও কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে। রাজের ভাষায়, ‘গেল ১ সেপ্টেম্বর থেকে টানা ২৫ সেপ্টেম্বর পর্যন্ত “ওমর” সিনেমার শুটিং করেছি, ওই ২৫ দিন। এবার শুটিংয়ের কথা আগেভাগে জানাব না ঠিক করেছিলাম, এ কারণে কাউকে কোনো ছবি তুলতে দেওয়া হয়নি। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিংয়ের কাজ শেষ, এখন চলছে বাকি সম্পাদনার কাজ। দর্শকেরা সবাই “ওমর” সিনেমার পাশে থাকবেন, এটুকুই কামনা।’

নির্মাতা জানান, আগামী ৩১ ডিসেম্বর আসছে সিনেমার ফার্স্টলুক। এরপর কোনো এক উৎসবে তিনি সিনেমাটি মুক্তি দিতে চান।

উল্লেখ্য, ‘ওমর’ সিনেমার চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় এটি নির্মাণ হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে।